বিজ্ঞপ্তি 

 

এতদ্বারা ইন্ডিয়ান  ফার্মাসিউটিক্যালএশোসিয়েশান বাংলা শাখার পক্ষ থেকে জানানো হচ্ছে, যে সমস্ত ফার্মাসিস্টরা আমাদের দ্বারা আয়োজিত প্রথম একদিনের ট্রেনিং নিয়েছন (PPR 2015 অনুসারে) অথচ দ্বিতীয় একদিনের ট্রেনিং টি এখনও পর্যন্ত নিতে পারেন নি তাদের জন্য আগমী 8 th June'19 শেষ সুযোগ হিসেবে আর একদিনের ট্রেনিং এর আয়োজন করা হচ্ছে। যারা এই শেষ সুযোগ টি নিতে চান তারা অবিলম্বে নিম্নলিখিত ফোন নম্বর এ যোগাযোগ করুন ( 9433559974, 9831706765) অথবা ipabengal@gmail.com এ যোগাযোগ করুন।আপনার নাম 8 june' 19 এর মধ্যে নথিভুক্ত করুন। এরপর আর কোন সুযোগ দেওয়া হবে না।
অসিত রায় 
সম্পাদক